আজকাল ওয়েবডেস্ক: ঝাঁসি থেকে প্রয়াগরাজগামী মহাকুম্ভের পূণ্যার্থী বোঝাই ট্রেনে হামলা চালানোর অভিযোগ উঠল মাঝের এক স্টেশনে অপেক্ষারত একদল যাত্রীর বিরুদ্ধে। 

ঝাঁসি থেকে প্রয়াগরাজগামী ট্রেন রুটে রয়েছে হরপালপুর স্টেশন। ঝাঁসি থেকে এই স্টেশনের দূরত্ব মাত্র দু'ঘণ্টা। হরপালপুর স্টেশনে প্রচুর পুণ্যার্থী কুম্ভে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সোমবার রাত ৮টা নাগাদ ট্রেন স্টেশনে ঢোকার পর অপেক্ষারত যাত্রীরা উঠতে চেষ্টা করেন। কিন্তু ভিতর খেরে ট্রেনের দরজা বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্টেশনের য়াত্রীরা। বহুক্ষণ ট্রেনে উঠতে না পারায় স্টেশনের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন।এরপরই ওই যাত্রীরা ট্রেনে ইট, পাথর মেরে হামলা চালান। বেঙে যায় ট্রেনের কামরার জানালা ও দরজার কাচ।

এই ঘটনায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মহিলা এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকেন।

হরপালপুর থানার ইনচার্জ পুষ্পক শর্মা জানান, রাত ২টার দিকে ট্রেনটি রেলস্টেশনে পৌঁছানোর পর কিছু লোক ট্রেনটিতে পাথর ছুঁড়ে মারে।
রেলওয়ের মুখপাত্র মনোজ সিং বলেন, "প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরা হরপালপুর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। ট্রেনটি এসে পৌঁছায় এবং তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ দেখতে পায়। এরপরই তারা উত্তেজিত হয়ে ওঠে এবং হট্টগোল সৃষ্টি করে।" তাঁর দাবি, রেলওয়ে পুলিশ শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরপালপুর থানার ইনচার্জের কথায়, "আমরা যাত্রীদের কাছে প্রয়াগরাজে মসৃণ যাত্রা নিশ্চিত করতে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি। এর জন্য আমরা বিশেষ ট্রেন পরিচালনা করছি।"