আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক অল্পবয়সী তরুণী তাঁর এক আনন্দঘন মুহূর্তে অপ্রত্যাশিতভাবে একটি হতাশাজনক অভিজ্ঞতার শিকার হয়েছেন। স্বাভাবিকভাবেই জন্মদিন মানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, হাসি-আনন্দে ভরপুর মুহূর্ত উপভোগ করা এবং একইসঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাবার্তা পাওয়া। কিন্তু এক্ষেত্রে ঘটনাটি তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী তাঁর নিজের জন্মদিনের কেকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে মুহূর্তটি উপভোগ করছিলেন। এমন সময়ে হঠাৎ করেই তাঁর বাবা-মা ‘মজার ছলে’ তাঁর মুখ কেকের মধ্যে চেপে ধরেন। এহেন পরিস্থিতিতে তাঁর মা বাবার আচরণে জন্মদিনের সেই আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে যায়।
ঘটনার জেরে অল্পবয়সী এই তরুণী প্রচণ্ড রেগে যায়। পালটা উত্তরে এমন কিছু করে বসেন যা কেউ কল্পনাও করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী রাগে বারবার নিজের মুখ কেকের মধ্যে ঠেসে দিচ্ছেন, যেন এমনভাবে নিজের ক্ষোভ প্রকাশ করছেন। এখানেই ঘটনার শেষ নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাঁর বাবা-মা এতে হাসতেই থাকেন এবং পুরো ঘটনাকে ‘হাস্যকর’ বলে মনে করেন।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ দেখা গিয়েছে মাত্র দু দিনের মধ্যেই এটি এক মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনরা ব্যাপকভাবে তরুণীর পক্ষে কথা বলেন এবং তাঁর বাবা-মায়ের আচরণের তীব্র সমালোচনা করেন। অনেকে বিদ্রুপ করে বলেন, এটি এমন একটি প্রচলিত 'ট্র্যাডিশন' যা একেবারেই অপ্রয়োজনীয় ও অপমানজনক।
অন্য একজন মন্তব্য করে বলেন, 'সবচেয়ে বিরক্তিকর ট্র্যাডিশন এটি। মনে হয় ইচ্ছা করেই তোমার দিনে তোমাকে অপমান করার একটা কারণ খোঁজা হয়।' আরেকজন লেখেন, 'সে তাদের ঠিকটাই দিয়েছে, যা তারা চেয়েছিল।' আরেকজন মন্তব্য করে বলেন, 'আমি পুরোপুরি তরুণীর পাশে।' কেউ মন্তব্য করেন, 'এই ভিডিওতে একমাত্র স্বাভাবিক ব্যাপার ছিল তার রেগে যাওয়া। একজন শিশুর মুখ কেকের মধ্যে চেপে ধরা একেবারেই বাজে আচরণ।' আরও একজন লিখেছেন, 'সে সত্যিই বলেছে, ‘তোমরা হাসতে চাও? তাহলে আমি দেখাই কি হয় আসল মজা!’' একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'এটা তরুণীর একদম উপযুক্ত প্রতিক্রিয়া ছিল। সে বলেছে, ‘তামাশা চাও? তাহলে নাও তোমাদের তামাশা'
এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগেও জন্মদিনে কেক মুখে চেপে ধরার ঘটনা একাধিকবার ভাইরাল হয়েছ। কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছিল। ভিডিওটিতে দেখা যায় বর কনের মুখ কেকের মধ্যে চেপে ধরেছেন। খবর অনুযায়ী, অতিথিদের কাউন্টডাউনের মাঝে বর ও কনে একসঙ্গে কেক কাটছিলেন। তখন বর আচমকা কনের মুখ কেকের মধ্যে ঠেলে দেন এবং পরে আনন্দে হাততালি ও হাই-ফাইভ দিতে থাকেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কনের মুখে হতবাক অভিব্যক্তি স্পষ্ট। তিনি কীভাবে প্রতিক্রিয়া করবেন বুঝতে পারছিলেন না। নববধূ এই পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তাঁর মেকআপ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। গোটা ভিডিওতে তাঁর অস্বস্তি চোখে পড়ার মতো। সেই সময় ভিডিওটিও ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই মন্তব্য করে বলেন, এ ধরনের আচরণ সম্পূর্ণরূপে অসম্মানজনক।
পরপর এই দুই ঘটনা সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন তুলে ধরেছে। জন্মদিন বা বিশেষ দিনের আনন্দ প্রকাশ করতে গিয়ে, এমন অপমানজনক আচরণ কি কখনও গ্রহণযোগ্য? মানুষের ব্যক্তিগত পরিসর ও অনুভূতির প্রতি সম্মান দেখানো কি এখন মজার ছলে হারিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।
