আজকাল ওয়েবডেস্ক: বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পারমেশ্বরন আইয়ারকে অস্থায়ীভাবে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (IMF) নির্বাহী বোর্ডে ভারতের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পদে পরিবর্তন এসেছে কেভি সুব্রমানিয়নের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই তাঁর পদত্যাগের ফলে। তবে, সরকারিভাবে তাঁর অবসানের কারণ জানানো হয়নি। সূত্রের খবর, IMF-এর ডেটা নিয়ে সুব্রমানিয়নের প্রশ্ন তোলা এবং তাঁর বই ‘India@100’-এর প্রচারে অনিয়ম নিয়ে সংস্থার অস্বস্তি তৈরি হয়েছিল।

৯ মে IMF-এর গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের জন্য ১.৩ বিলিয়ন ডলারের নতুন জলবায়ু ঋণ এবং ৭ বিলিয়ন ডলারের বর্তমান  বেইলআউট প্যাকেজের পর্যালোচনা হবে। এই প্রেক্ষাপটে ভারতের প্রতিনিধি হিসেবে আইয়ারের মনোনয়ন কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশের একটি যৌথ গোষ্ঠী থেকে IMF বোর্ডে প্রতিনিধি মনোনীত হন। ভারত সময়মতো প্রতিনিধি না দিলে, শ্রীলঙ্কার বিকল্প পরিচালক হারিশচন্দ্র গেদারা দায়িত্ব পেতেন।

সরকারের এই পদক্ষেপ পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে চাপে রাখার কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে, বিশেষ করে পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর।