আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৬তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন পরমেশ শিবমানি। তিন দশকেরও বেশি সময় ধরে জলপথ এবং স্থলপথে দায়িত্ব পালন করেছেন ডিজি পরমেশ শিবমণি। 


শিবমণি জলপথে নেভিগেশন এবং ডিরেকশনে দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর কমান্ডেই কাজ করেছে ভারতীয় উপকূলের রক্ষী বাহিনীর উন্নতমানের অফশোর পেট্রোল ভেসেল "সামার" এবং "বিশ্বাস" । ডিজি পরমেশ শিবমনি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদে দায়িত্ব পান। ২০২৪ সালের আগস্টে উপকূল রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিযুক্ত হন।

২০১৪ সালে 'তত্রক্ষ মেড্যাল ' এবং ২০১৯ সালে 'রাষ্ট্রপতি তত্রক্ষ মেড্যাল ' প্রদান করা হয়েছে। ২০১২ সালে ডিজি কোস্টগার্ড কমেন্ডেশন এবং ২০০৯ সালে ফ্ল্যাগ অফিসার (পূর্ব) কমেন্ডেশন লাভ করেছে