আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান এখনও সন্ত্রাসবাদকে সমর্থন করে যাচ্ছে। প্রতিবেশী দেশের উচিৎ মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়া। বৃহস্পতিবার ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

এ দিন আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর আধিকারিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, “পাকিস্তানের বোঝা উচিৎ স্বাধীনতার পর থেকে সন্ত্রাসবাদের যে বিপজ্জনক খেলা তারা খেলছিল তা আর খেলা যাবে না।“

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সন্ত্রাসের মোকাবিলায় সব রকম পথ অবলম্বন করা হবে। তাঁর বক্তব্য, "পাকিস্তান যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে পাকিস্তান যা ভাবতে পারে এবং যা ভাবতেও পারে না সেই পদ্ধতি ব্যবহার করতে দ্বিধা বোধ করবে না ভারত।“ তিনি আরও বলেন, “জঙ্গি ঘাঁটিগুলিকে সমূল উপড়ে ফেললে পাকিস্তানেরই ভাল হবে।“

অপারেশন সিঁদুর নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয় বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব।“ তিনি যোগ করেন, “অল্প সময়ে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছি এবং সেগুলির উদ্দেশ্যকে নষ্ট করে দিয়েছি।“

ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “ভারতীয় নৌবাহিনী নীরবে কাজ করে প্রতিটি ভারতীয়কে মুগ্ধ করেছে। ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রাখতে সফল হয়েছে।“ রাজনাথ বলেন, "যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে, তখন আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আক্রমণাত্মক মনোভাবের ফলে পাক নৌবাহিনী তাদের নিজস্ব উপকূলেই আটকে পড়ে।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি নস্যাৎ করে তিনি বলেন, “আমরা আমাদের শর্তে সামরিক অভিযান বন্ধ করেছি।“

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর প্রত্যাঘাতে ৭ এপ্রিল অপারেশন সিঁদুর অভিযান চালায়া ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। নিহত হয় ১০০-র বেশি জঙ্গি। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়।