আজকাল ওয়েবডেস্ক : কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের উপর বিজয় পতাকা উড়িয়েছিল ভারত। এদিন কার্গিলে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান কার্গিল যুদ্ধ থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাঁরা এখনও সেই একই ভুল করে চলেছে।

কার্গিল যুদ্ধে ভারত যেভাবে পাকিস্তানকে দুরমুশ করেছে তার স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, ভারতীয় সেনা যারা সেদিন শহিদ হয়েছিলেন তাঁদেরকে দেশ সারাজীবন মনে রাখবে। তাই আজকের এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৬ জুলাই অপারেশন বিজয়ের সফলতার কথা জানায় ভারতীয় সেনা। লাদাখের উঁচু পার্বত্য অঞ্চলে টানা তিনমাস ধরে লড়াইয়ের পর ভারতীয় সেনা বিজয় হাসিল করে। পাকিস্তান সেনাদেরকে কার্গিল থেকে উচ্ছেদ করে ভারতীয় সেনা। এই যুদ্ধে ৫২৭ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। এই দিনেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে ভারতীয় সেনা। সেই থেকে এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে।