আজকাল ওয়েবডেস্ক: একের বেশি সম্পত্তির পরিমাণ। অর্থাৎ পর পর বিপুল সম্পত্তি কিনে ফেলেছেন। চিন্তা অতিরিক্ত ট্যাক্সের। তবে বিপুল সম্পত্তির নিরিখে ট্যাক্সের কথা ভেবে মাথায় হাত না দিলেও চলবে। বাজেট ২০২৫-এ দুটি স্ব-অধিকৃত সম্পত্তির বিষয়ে ঘোষণা করা হয়েছে, যা দেশের রিয়েল-এস্টেট বিভাগে বিনিয়োগকে উৎসাহিত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কেন্দ্রীয় বাজেট ২০২৫, বাড়ির ক্রেতাদের জন্য স্বস্তি প্রদান করেছে। এখন, বাড়ির মালিকরা দুটি পর্যন্ত স্ব-অধিকৃত বাড়ি কিনতে পারবেন, তাতে থাকবে বড় সুবিধা। কী সেই সুবিধা? এক ব্যক্তির দুটি বাড়ি থাকলে, দ্বিতীয় বাড়িতে যদি কেউ ভাড়া না থাকেন, তাহলে প্রথম বাড়ির জন্যও ট্যাক্স দিতে হবে না।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বক্তৃতায় বলেছিলেন, ‘বর্তমানে করদাতারা স্ব-অধিকৃত সম্পত্তির বার্ষিক মূল্যকে শুধুমাত্র কিছু শর্ত পূরণের জন্য শূন্য বলে দাবি করতে পারেন। করদাতাদের সমস্যার কথা বিবেচনা করে কোনও শর্ত ছাড়াই এই ধরনের দুটি স্ব-অধিকৃত সম্পত্তির সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।‘
এর আগে এক ব্যক্তি নিজের একটি বাড়ির ক্ষেত্রে এই সুবিধা পেতেন। এখন দুটি বাড়ির ক্ষেত্রে করের এই ছাড় পাবেন। এই নয়া উপায় বাড়ির মালিকানাকে আরও সহজলভ্য করে তুলবে।
