আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার নাগারকর্ণুল জেলার একটি সরকারি উচ্চ প্রাথমিক বালিকা আবাসিক বিদ্যালয়ের এই ঘটনায় শোরগোল চারিদিকে। খবর অনুযায়ী বিদ্যালয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে ৬০-এরও বেশি ছাত্রী। উয়্যালাওয়াড়া অঞ্চলে ওই আবাসিক বিদ্যালয়টি অবস্থিত। জানা গিয়েছে শনিবার রাতের খাবার খাওয়ার পর মোট ৬৪ জন ছাত্রী পরপর বমি, অসম্ভব পেট ব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। জানাজানি হতে অভিভাবকরা বিক্ষোভ করা শুরু করেন। 

স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, অসুস্থ ছাত্রীদের নাগারকর্ণুল জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। চিকিৎসা শেষে ৫০ জন ছাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছাত্রীরাও চিকিৎসাধীন রয়েছে। তাঁদের অবস্থাও ধীরে ধীরে স্থিতিশীল দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রীরা যে দই খেয়েছিল তা সম্পূর্ণরূপে ফারমেন্টেড ছিল না। সম্ভবত এটি'ই অসুস্থতার পেছনে মূল কারণ হতে পারে বলে ধরা হচ্ছে। যদিও, নিশ্চিতভাবে এখনও কিছু বলা যায়নি। এই ঘটনার পর বাকি তদন্ত শুরু হয়েছে। পাশপাশি বিদ্যালয়ের খাবার ও পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলেই সুনির্দিষ্ট কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ 'বাঁচব না ভেবেছিলাম'! বেঁচে ফিরেই কাঁপছেন ভক্তরা, হরিদ্বারের মনসা মন্দিরের পদপিষ্টের অভিজ্ঞতা জানালেন 

আরও পড়ুনঃ 'বয়ানে অসঙ্গতি'! চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ তিন অভিযুক্তের বিরুদ্ধে, পুলিশি তদন্তে ঘটনার নয়া মোড়, জানুন...

ঘটনার জেরে অভিভাবকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এমনকি এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যেও চরম আতঙ্কের সৃষ্টি করেছে। একাধিক শিক্ষার্থীরা আতঙ্কে আবাসিক ছেড়ে দেওয়ার কথা বলছে। ঘটনায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরাও উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক কর্তৃপক্ষের কাছে নথি পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ চলবে। পরবর্তী ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত নাগপুরে সম্প্রতি একসঙ্গে চৌত্রিশ জন অসুস্থ হয়ে পড়েছেন। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। জানা গিয়েছে, খাবারে বিষক্রিয়ার কারণে এই অসুস্থতা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুসারে, শুক্রবার ভিওয়াপুরে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে চৌত্রিশ জন অসুস্থ হয়ে পড়েন৷ এগারো জনের অবস্থা গুরুতর। রাত তিনটে নাগাদ তাঁরা বমি করতে শুরু করেন। পেটে ব্যথা অনুভব করেন। গুরুতর ১১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য নাগপুরে রাখা হয়েছে। অন্যরা ভিওয়াপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন।

বিধায়ক সঞ্জয় মেশরাম আহতদের সঙ্গে দেখা করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। খাবারে কোন বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল তা এখনও শনাক্ত করা যায়নি৷ ভিওয়াপুর পুলিশ তদন্ত শুরু করেছে বলে কর্মকর্তা জানান।

আরও পড়ুনঃ গোপনে কলেজ ল্যাবরেটরিতে ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস! অধ্যাপকের ভিডিও ভাইরালে রাজ্যজুড়ে শোরগোল