আজকাল ওয়েবডেস্ক: বিহারে নিষিদ্ধ মদ। সেই রাজ্যেই বারবার বিষমদ পান করে মৃত্যুমিছিল। উৎসবের আবহে বিষমদ পান করে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন একাধিক। এই ঘটনায় আবারও ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল, বুধবার ছাপড়া জেলার সিওয়ান ও সারানে বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। হাসপাতালে ভর্তি ছিলেন ১৪ জন। আজ বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে, বিষমদ খেয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। কীভাবে বিষমদ বিক্রি হল, পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
এই ঘটনায় ইতিমধ্যেইবিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভগবানপুর থানার এসএইচও-র বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে এপ্রিল মাসে বিহারে মদ্যপান ও মদ বিক্রি করা নিষিদ্ধ করে নীতীশ কুমারের সরকার। কিন্তু তারপরেও বিষমদ কাণ্ডে প্রাণহানি অব্যাহত। ২০২২ সালে সারানে বিষমদ খেয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছিল। বিহার সরকারের তরফে সম্প্রতি জানানো হয়েছে, মদ নিষিদ্ধ করার পরেও বিষমদ খেয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। যেহেতু মদ্যপান নিষিদ্ধ, তাই এই ক্ষেত্রে সরকারের তরফে কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে না জানিয়েছেন নীতীশ কুমার।
