আজকাল ওয়েবডেস্ক: বাজেট অধিবেশনের আগে, অন্যান্য বারের মতো, এবারেও সর্বদলীয় বৈঠক বসেছিল। আর তাতেও একযোগে সরকারকে বিঁধল বিরোধীরা। লোকসভা ভোটের পর দেশে তৃতীয় দফায় সরকার গড়েছে এনডিএ। তবে তার পর থেকেই, গেরুয়া শিবির এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দেগেছে বিরোধীরা।

বাজেট অধিবেশনের আগে, সর্বদলীয় বৈঠকেও একগুচ্ছ বিষয় নিয়ে সরব বিরোধী জোট। তারমধ্যে রয়েছে নিট, বিহার প্রসঙ্গ, কনোয়ার যাত্রা। এদিন বৈঠকে গৌরব গগৈ নিট পরীক্ষায় কেলেঙ্কারির প্রসঙ্গে সুর চড়িয়েছেন। অন্যদিকে রামগোপাল যাদব কনোয়ার ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন। কনোয়ার যাত্রার নির্দেশিকায় বলা হয়েছে, দোকানের সাইনবোর্ডে লিখতে হবে মালিকের নাম। এই ঘটনার তীব্র নিন্দা চলছে গত কয়েকদিন ধরেই। রবিবারের সর্বদলীয় বৈঠকেও উঠে আসে এই প্রসঙ্গ। 

বিতর্কের সূত্রপাত হয় দিনকয়েক আগেই। উত্তরপ্রদেশে সরকার নির্দেশিকা জারি করে জানায়, কানোয়ার যাওয়ার পথে দোকানগুলির সাইনবোর্ডে লেখা থাকবে দোকানিদের নাম। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। সে রাজ্যের সরকারের মতে, এই পদক্ষেপ স্বচ্ছতার লক্ষ্যে নেওয়া হয়েছে। যদিও ওয়াকিবহাল মহলের মতে, সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানগুলিকে সহজে চিহ্নিতকরণের সহজ উপায় হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। যদিও সরকারের পক্ষ থেকে, এই অধিবেশন সুষ্ঠভাবে সম্পন্ন করার আর্জি জানানো হয়েছে।