আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এ ১০০-রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ এই কথা জানিয়েছেন। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম পিটিআই তাঁদের প্রতিবেদনে এই কথা জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে, অভিযান এখনও শেষ হয়নি, 'অপারেশন সিঁদুর' এখনও চলছে।
দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানার প্রত্যাঘাত করেছে ভারত। ৭ মে, বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জল-স্থল-বায়ু তিন বাহিনীর মিলে একত্রিত হয়ে হামলা চালায়। ধ্বংস করে দেওয়া হয়েছে ওই জায়গাগুলিতে বছরের পর বছর ধরে চলে আসা লস্কর-ই তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি। নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। সামরিক অভিযানে মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানায়নি কেন্দ্র। সরকারি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, শতাধিক জঙ্গি নিহত হয়েছে। অভিযানের খুঁটিনাটি বিরোধীদের দলের প্রতিনিধিদের ব্যাখ্যাও করা হয়েছে।
বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গঠনমূলক আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সব দলের নেতাদের 'অপারেশন সিঁদুর'-এর খুঁটিনাটি ব্যাখ্যা করেছেন। দেশ বর্তমানে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেই দিকটি নজরে রেখে সব দলের নেতারা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন বৈঠকে।"
সংসদ ভবনে হওয়া বৃহস্পতিবারের এই বৈঠকের সভাপতিত্ব করেন রাজনাথ। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।
বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
