আজকাল ওয়েবডেস্ক: ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্য পথে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনীর ত্রি-বাহিনীর ট্যাবলোতে প্রদর্শিত হল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ভারতের মেগা সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’।

‘একতার মাধ্যমে বিজয়’ শীর্ষক ট্যাবলোটি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সম্মিলিত যুদ্ধশক্তি, ঐক্য এবং সংহতির প্রতীক ছিল। ট্যাবলোটি যুদ্ধের সময় সমন্বিত পরিকল্পনা, যৌথ বাস্তবায়ন এবং নির্বিঘ্ন সমন্বয়ের মাধ্যমে জবাবে ক্ষেত্রে ভারতের সংকল্পকে তুলে ধরেছে। গত মে মাসের যৌথ সামরিক অভিযানকে তুলে ধরতে ভারতীয় বিমানবাহিনীর নির্ভুল বিমান হামলা, নৌবাহিনীর দ্রুত কৌশল যা সামুদ্রিক আধিপত্য নিশ্চিত করেছিল এবং সেনাবাহিনীর স্থল আক্রমণকে তুলে ধরেছে।

ট্যাবলোটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ-প্রস্তুতি, প্রযুক্তি-চালিত এবং মিশন-ভিত্তিক বাহিনীতে রূপান্তরকে মূর্ত করেছে।

'অপরেশন সিঁদুর' উদীয়মান হুমকির বিরুদ্ধে দ্রুত জবাব দেওয়া ভারতীয় বাহিনীর সক্ষমতার একটি উদাহরণ ছিল। ২০২৫ সালের ৭ই মে ভোরে   পাকিস্তানের অভ্যন্তরে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) ভিতরে ঢুকে জঙ্গি শিবিরে হামলার মাধ্যমে শুরু হয়েছিল।

গত বছর এপ্রিল মাসে পাহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এঁদের মধ্যে ২৫ জন পর্যটন ও একজন স্থানীয় ঘোড়া-চালক। এই হত্যার প্রতিশোধ নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করে ভারতীয় বাহিনী। এরপর চার দিনব্যাপী একটি সামরিক সংঘাত চলে। পাল্টা পাকিস্তান ভারতীয় শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে, যা শেষ পর্যন্ত ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়।

১০ই মে পাকিস্তানি কমান্ডারদের অনুরোধে যুদ্ধবিরতির পর অভিযানটি স্থগিত করা হয়। কারণ পাক বাহিনীর পক্ষে আর কোনও ক্ষয়ক্ষতির মোকাবিলা সম্ভব ছিল না। ফলে তারা কার্যত বাধ্য হয়ে অভিয়ান বন্ধ করার জন্য অনুরোধ করেছিল।