আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘাত, সংঘর্ষ অব্যাহত। যুদ্ধের আবহে সমাজমাধ্যমে ছড়িয়ে নানা এমন তথ্য, যেগুলি সম্পূর্ণ ভুয়ো। এই পরিস্থিতিতে, নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সকল মিডিয়া চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিদের প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর কার্যকলাপের লাইভ কভারেজ রিয়েল-টাইম রিপোর্টিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সংবাদ পরিবেশনে কঠোর নিয়ম-বিধি পালনের কথা বলা হয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025

 

এই ধরনের সংবেদনশীল বা উৎস-ভিত্তিক তথ্য প্রকাশ অপারেশনাল কার্যকারিতাকে বিপন্ন করতে পারে এবং জীবনকে বিপন্ন করতে পারে বলে জানানো হয়েছে বিবৃতিতে। 

বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক (সংশোধন) বিধি, ২০২১-এর ধারা ৬(১)(p) অনুসারে, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় কেবলমাত্র মনোনীত কর্মকর্তাদের দ্বারা পর্যায়ক্রমিক ব্রিফিং অনুমোদিত। জাতির সেবায় সর্বোচ্চ মান বজায় রেখে কভারেজের ক্ষেত্রে সতর্কতা, সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতা অনুশীলন করার জন্য সকল অংশীদারদের অনুরোধ করা হচ্ছে।‘