আজকাল ওয়েবডেস্ক : বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাহ। তিনি বলেন, কাশ্মীরের বিভিন্ন ইস্যু এখনও পর্যন্ত সমাধান হয়নি। ভোটের নামে বেকরত্ব এবং উন্নতি দেখিয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীরবাসীকে ঠকিয়েছে, দাবি ওমরের। এমনকি কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ নিয়ে বারে বারে যে সমস্যা তৈরি হয়েছে তারও কঠোর সমালোচনা করেন ওমর। কেন্দ্রীয় সরকারের দাবি বিদ্যুতের কাজে নাকি প্রচুর অর্থ খরচ করা হয়েছে। কিন্তু তাই যদি হবে তবে টানা ১৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন থাকার অর্থ কোথায় ? কাশ্মীরে ৩৭০ ধারা নিয়েও কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ৩৭০ ধারা নিয়ে কেন্দ্র যে খেলা খেলেছে তা সাধারণ মানুষ বুঝতে পারেনি। কিন্তু এরফলে কারও কোনও লাভ হবে না বলে জানান তিনি। কাশ্মীরের উন্নতি নিয়ে কেন্দ্র যতই গলা ফাটাক না কেন অচিরে কাশ্মীর নিয়ে শুধুই রাজনীতি হয়েছে, দাবি আবদুল্লাহর। যদিও আবদুল্লাহর এই মন্তব্যের যোগ্য জবাব দিয়েছে বিজেপি শিবির। তারা জানিয়েছে, রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলেই ঘোলা জলে মাছ ধরতে চাইছে ওমর আবদুল্লাহ। বিজেপি গোটা দেশে উন্নয়নের যে ধারা বইয়ে দিয়েছে তাকে অস্বীকার করতে চাইছেন তিনি। কিন্তু এতকিছু করে কোনও লাভ হবে না।
