আজকাল ওয়েবডেস্ক: মাসে যদি ১ কোটি বেতন পান তাহলে কেমন হয়। সকলেই একবারে বলে উঠবেন এর থেকে ভাল আর কিছুই হতে পারে না। তবে এই কথা ছিল কিন্তু কয়েক বছর আগে। বর্তমানে যে সময় এসেছে সেখান থেকে মাসে ১ কোটি টাকা বেতন পাওয়া অনেকের কাছেই জলভাতের সমান হয়ে গিয়েছে। 


মুম্বইয়ে যারা বাস করেন তাদের কাছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে তারা সবার আগে হেসে উঠবে। তারা মনে করে সেখানকার যে জীবনযাত্রা রয়েছে তাতে মাসে ১ কোটি টাকা আয় করা অতি সাধারণ একটি বিষয়।


মুম্বই শহরে বাড়ির ভাড়া যেখানে মাসে ৬ থেকে ৮ লাখ টাকা দিতে হয় সেখানে মাসে ১ কোটি টাকা বেতন একেবারে হাসির সমান। দেশের অন্য শহরে যেখানে এই টাকা বেতন একটি বিরাট বিষয় সেখানে বাণিজ্যনগরী মুম্বইতে এই টাকা বেতন পাওয়া একেবারে স্বাভাবিক বিষয়ের সমান।


মুম্বইতে যারা বাস করেন তাদের দৈনন্দিন জীবনকে যদি দেখা যায় তাহলে তারা অনেক বেশি দামী জীবন টেনে নিয়ে যায়। সেখানে মাসে ১ কোটি টাকা বেতন পাওয়ার অর্থ ভারতের ০.১ শতাংশ নাগরিকের মধ্যে তারা পড়তে পারে। সেখানে মাসে যদি সংসার সঠিকভাবে চালাতে হয় তাহলে আপনাকে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ করতেই হবে। নাহলে আপনি চালাতেই পারবেন না।


এর আরও একটি কারণ হল মুম্বইতে প্রতিটি জিনিসের দাম অতি বেশি। সেখানকার জীবনযাত্রা আপনাকে এই ছন্দ মিলিয়ে চালাতে চাইবে। যদি আপনি সেখান থেকে সেই ছন্দ না তুলতে পারেন তাহলে সেখান থেকে আপনাকে ছিটকে যেতে হবে। নাহলে এই জোয়ারে আপনাকে সাঁতার কাটতে হবে। 


আপনি যদি মুম্বইয়ের বোরিবলি, থানের মতো এলাকায় থাকতে চান সেখানে আপনাকে ১ কোটি টাকা মাসে আয় করতেই হবে। তাহলেই আপনি সেখান থেকে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যদি সেটি না করতে পারেন তাহলে এই এলাকা ছেড়ে আপনাকে অত্যন্ত নিচু কোনও জায়গাতে যেতে হবে। এইসব এলাকায় থাকতে হলে ১ কোটি টাকা যেন হাতের ধুলোর সমান।