আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পুনের কাটরাজ এলাকায় ৪ বছরের এক শিশুকে ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা হয়৷ প্রাণে বেঁচে যায় শিশুটি৷ বাড়িতে একা থাকার ফলে জানালা দিয়ে লাফিয়ে উঠতে গিয়ে সে আটকে যায়। সূতে জানা গিয়েছে শিশুটির মা তাঁর বড় মেয়েকে স্কুলে দিতে বাইরে বেরিয়েছিলেন। ছোট মেয়েকে তাঁদের ফ্ল্যাটে রেখেই তিনি বাইরে যান। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শোবার ঘরের ভেতরে খেলা করছিল শিশুটি। খেলার ছলে জানালা বেয়ে উঠে আচমকা গ্রিল ভেঙে পড়ে। একই ভবনে বসবাসকারী এবং শিশুটিকে উদ্ধারকারী দমকল কর্মকর্তা চ্যাভানের মতে, তার মাথা জানালার বারের মধ্যে আটকে ছিল এবং তার শরীরের বাকি অংশ বাইরে বিপজ্জনকভাবে ঝুলছিল। ব্যথার কারণে চিৎকার করছিল শিশুটি।

এক বাসিন্দা শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচতলা থেকে চিৎকার করে বলেন,'বাচ্চি গির রহি হ্যায় (মেয়েটি পড়ে যাচ্ছে)'। চবন তাঁর সাপ্তাহিক ছুটিতে ছিলেন। চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসেন ও তৎক্ষণাৎ বাঁচানোর চেষ্টা করেন। এহেন সময়ে শিশুর মা ফিরে আসায় তাঁর কাছ থেকে দ্রুত চাবি নিয়ে গিয়ে শিশুকে উদ্ধার করেন৷ 

চবনের দ্রুত চিন্তাভাবনা এবং পেশাদার প্রশিক্ষণের জন্য মেয়েটির জীবন খুব দ্রুত রক্ষা পায়। এই ঘটনাটি শিশুদের নিরাপত্তা এবং অযত্নে ফেলে রাখার ঝুঁকি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।