আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের গোরেগাঁও রেলওয়ে স্টেশনে  বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে ছিলেন এক পুলিশকর্মী। সামনে থেকে বেরোচ্ছিল একটি লোকাল ট্রেন। হঠাৎ চোখের সামনে দেখলেন এক ব্যক্তি চলন্ত লোকাল ট্রেনে চড়তে গিয়ে পা পিছলে পড়ে গেলেন প্ল্যাটফর্মে। শুধু তাই নয় তাঁর শরীর ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে যায়। জীবন বিপন্ন করে ছুটে যান ওই পুলিশকর্মী।

 

 

দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এদিন এড়ানো গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার ভিডিও শেয়ার করা একটি পোস্টে, মুম্বাই পুলিশ ভিডিওটির ক্যাপশন দিয়েছে, "পিসি বালাসো ধাগে, বাড়ি ফেরার সময়, গোরেগাঁও রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে একজন লোককে আটকে থাকতে দেখেন। দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ঘটনা এড়ালেন তিনি।' 

 

 

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। পা পিছলে তিনি পড়ে যান এবং ট্রেন, প্ল্যাটফর্মের মধ্যে সরু ফাঁকে আটকে যান। লোকটিকে বিপদে দেখে পিসি বালাসো ধাগে নামক ওই পুলিশকর্মী তৎক্ষণাৎ ছুটে আসেন এবং তাঁকে নিরাপদে টেনে নেন।

 

 

প্ল্যাটফর্মে আরও কয়েকজন তখন লোকটিকে পরীক্ষা করার জন্য চারপাশে জড়ো হন। দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য ওই কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরাও।