আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ ছেলের হাতে গুরুতর ভাবে দগ্ধ হলেন এক বৃদ্ধা। জানা গিয়েছে, তিনি অভিযুক্তের মা। পুলিশ জানিয়েছে, ওড়িশার ভদ্রক জেলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। তিহিড়ি থানা এলাকার গলাগান্ডা গ্রামে বাস করতেন ওই বৃদ্ধা। এই ঘটনায় চমকে উঠেছে রাজ্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ছেলের নাম দেবাশিস নায়েক (৪৫)। সে নেশার জন্য কুখ্যাত। অভিযোগ, মাকে আগুন ধরিয়ে দিয়েই সে পালিয়ে যায়। জানা গিয়েছে, দেবাশিস তার মা জ্যোৎস্নারানি নায়েকের (৬৫) কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিল। কিন্তু মা টাকা দিতে রাজি হননি। তাতেই রেগে গিয়ে সে মাকে মারধর করে। মা মাটিতে পড়ে গেলে, দেবাশিস তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন।

তিহিড়ি থানার অফিসার সত্যব্রত গ্রহরাজ জানিয়েছেন, "ওই বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও, অভিযুক্ত তার আগেই পালিয়ে যায়।"

জ্যোৎস্নারানি নায়েককে প্রথমে ভদ্রক হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এক প্রতিবেশী বলেন, "ছেলে-মায়ের মধ্যে কথা কাটাকাটি প্রায়ই হতো। কিন্তু সামান্য মদের টাকার জন্য যে ছেলে মাকে পুড়িয়ে মারতে পারে, সেটা কেউ ভাবতেই পারেনি।"