আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসে বিক্রি করা যাবে না মাছ, মাংস সহ যেকোনও আমিষ খাবার। প্রজাতন্ত্র দিবসের আগেই বড় ঘোষণা করা হল বিজেপি শাসিত রাজ্যের এক জেলায়। আমিষ খাবার বিক্রি করার নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিজেপি শাসিত ওড়িশার কোরাপুটের প্রশাসনের তরফে এই ঘোষণা করা হয়েছে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জেলায় বন্ধ থাকবে মাছ, মাংসের দোকান। বিক্রি করা যাবে না আমিষ খাবার। আমিষ খাবার বিক্রি হলে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ওইদিন জেলা জুড়ে বন্ধ থাকবে আমিষ খাবারের সমস্ত দোকান।

 

জেলা শাসকের দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসে মাছ, মাংস, ডিম এবং আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কোরাপুট জেলা শাসক মনোজ সাত্যায়ন মহাজন সমস্ত বিডিও ও প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে আমিষ খাবার বিক্রি বন্ধের দিকে নজরদারি চালাতে। চিঠি দিয়ে প্রজাতন্ত্র দিবসে আমিষ খাবার বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। 

 

গত বছর আরেকটি বিজেপি শাসিত রাজ্যে ইদের আগে এমন ঘোষণা করা হয়েছিল। গত বছরে ইদের সময় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পুরোপুরি বন্ধ ছিল মাংসের দোকান। ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রিতে বিধিনিষেধ জারি করেছিল যোগী আদিত্যনাথ সরকার। যার জেরে স্বাভাবিকভাবেই মুখভার মুসলিমদের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, রবিবার থেকে শুরু চৈত্র নবরাত্রি। এই উপলক্ষে আগামী ন'দিন সমস্ত ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাছ ও মাংসের দোকান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। গোটা নবরাত্রিতে এই নিয়ম জারি থাকবে। ৬ এপ্রিল অর্থাৎ রবিবার রামনবমী। ওইদিন গোটা রাজ্যের সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। 

 

জানা গেছে, বারাণসীর পুরনিগমের মেয়র অশোক কুমার তিওয়ারি ঘোষণা করেন, রবিবার থেকে টানা ন'দিন বারাণসীর সব মাছ-মাংসের দোকান বন্ধ রাখা হবে। প্রসঙ্গত নবরাত্রির সময়েই ইদ পালিত হবে। এই আবহে উত্তরপ্রদেশে বন্ধ ছিল মাংসের দোকান। যা ঘিরে অশান্তির আশঙ্কাও রয়েছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত পুরনিগম এবং পুলিশ প্রশাসন মাংসের দোকান বন্ধ রয়েছে কি না, তার দিকে নজর রাখবে। নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখলে কড়া পদক্ষেপ করবে সরকার।