আজকাল ওয়েবডেস্ক: ছাত্র বিক্ষোভে উত্তাল ওড়িশা ভুবনেশ্বরের 'কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি' (কেআইআইটি)। কেআইআইটি-র হোস্টেল ঘর থেকে নেপালের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপরই কর্তৃপক্ষ নেপালি পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া চেষ্টা করে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেই সোমবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন নেপালি পড়ুয়ার। তার মাঝেই নেপালি পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। হুমকির সুরে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে যে, তারা ৪০ হাজার শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করে, যা নেপালের মোট আয়ের চেয়েও বেশি। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">February 17, 2025

২০ বছরের তরুণী প্রকৃতি লামসাল নেপালের বাসিন্দা। তাঁর দেহ রবিবার সন্ধ্য়ায়  'কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি'র হোস্টেল থেকে উদ্ধার হয়েছে। সংসবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী 'প্রকৃতি লামসাল তৃতীয় বর্ষের নেপালি পড়ুয়া। তিনি বিটেক নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর দেহ উদ্ধার হয় হোস্টেল থেকে। প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে যে, তিনি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার নেপথ্যে রয়েছে প্রেম।

বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, মৃত ওই পড়ুয়ার কীভাবে মৃত্যু হল তা এখনও সঠিকভাবে জানানো হয়নি। কেআইআইটি'র কর্তৃপক্ষ ঠিক উত্তর দিচ্ছেন না। ফলে বিক্ষোভে ফেটে পরেন পড়ুয়ারা।