আজকাল ওয়েবডেস্ক: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, সেই দিনটি ছিল স্বাধীন জাতি হিসেবে ভারতের পুনর্জন্মের দিন। স্বাধীনতাপ্রাপ্তি সারা দেশের মানুষ আনন্দ সহকারে উদযাপন করেছিল, জাতীয় পতাকা উড়িয়েছিল। প্রথমবারের মতো, ত্রিবর্ণরঞ্জিত পতাকা স্বাধীন ভারতের গর্বিত প্রতীক হয়ে ওঠে। কিন্তু অনেকেই জানেন না যে, স্বাধীনতা দিবসে প্রথম আনুষ্ঠানিক পতাকা উত্তোলন দিল্লিতে হয়নি। বরং এটি একটি ভিন্ন শহরে হয়েছিল।

ভারতের প্রথম আনুষ্ঠানিক পতাকা উত্তোলন
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভোরে, প্রায় সাড়ে পাঁচটায়, সূর্যের প্রথম রশ্মি আকাশে আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রথম আনুষ্ঠানিক পতাকা উত্তোলন হয়েছিল চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে (তখন মাদ্রাজ নামে পরিচিত)। এটা ছিল সেই জায়গা, যেখানে ব্রিটিশরা দক্ষিণ ভারতে তাদের বৃহত্তম সদর দপ্তর স্থাপন করেছিল।

এই ঐতিহাসিক মুহূর্তের জন্য, ১২ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া একটি বিশেষ ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল। এই পতাকা রেশম দিয়ে তৈরি ছিল।

স্বাধীনতা এবং ক্ষমতা হস্তান্তর কেবল দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে সারা দেশে এই প্রক্রিয়া ঘটেছিল। দক্ষিণে ব্রিটিশদের দুর্গে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতার একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

আরও পড়ুন-  মিশন 'সুদর্শন চক্র', স্বাধীনতা দিবসে শত্রু দমনে বড় ঘোষণা মোদির

এই ঐতিহাসিক পতাকাটি এখনও চেন্নাইয়ের ফোর্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে। একটি বিশেষ বায়ুরোধী কাচের বাক্সে সেটি রাখা হয়েছে। সংরক্ষণের জন্য সিলিকা জেল কাছাকাছি রাখা হয়।

লালকেল্লায় প্রথম কখন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল?
প্রধানমন্ত্রীরা প্রতি স্বাধীনতা দিবসে লালকেল্লায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন, কিন্তু ১৯৪৭ সালে তা হয়নি। ১৫ অগাস্ট, ১৯৪৭ তারিখে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দিল্লির ইন্ডিয়া গেটের কাছে প্রিন্সেস পার্কে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। একই রাতে, তিনি সংসদ ভবনে তাঁর ঐতিহাসিক "ট্রাইস্ট উইথ ডেসটিনি" ভাষণ দেন।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদির সাফল্যের মুকুটে আরও এক পালক, গড়লেন বড় রেকর্ড

১৯৪৭ সালের ১৬ অগাস্ট নেহেরু লালকেল্লায় গিয়ে সেখানে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন। নেহেরু প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে নিজেকে ভারতের 'প্রথম সেবক' বলে অভিহিত করেন। তারপর থেকে, প্রতি বছর ১৫ অগাস্ট প্রধানমন্ত্রীরা লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।