আজকাল ওয়েবডেস্ক: ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন নয়ডার এক ব্যক্তি। অ্যাপে এক মহিলার সঙ্গে আলাপের পর তাঁর জোরাজুরিতে অনলাইন ট্রেডিং অ্যাপে টাকা লাগিয়ে সাড়ে ছয় কোটি টাকা খোয়ালেন ওই ব্যক্তি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
নয়ডার সেক্টর ৩৬-এর বাসিন্দা এবং দিল্লির একটি কোম্পানির মালিক দলজিৎ সিং বুধবার সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ডেটিং অ্যাপে আলাপ হওয়া মহিলা তাঁকে এই বলে লোভ দেখিয়েছিলেন যে যে তিনি কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করে লাভ করতে পারবেন। তাঁর আরও অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বরে একটি ডেটিং অ্যাপে অনিতা চৌহান নামে ওই মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। এরপরেই অনিতা তাঁকে একটি ট্রেডিং ওয়েবসাইটে বিনিয়োগ করতে রাজি করান। সেখানে বিনিয়োগের পর দলজিতকে জানানো হয়, তিনি ৩.২ লক্ষ টাকা বিনিয়োগ করে ২৪ হাজার টাকা লাভ করেছেন।
এই কথা শুনে অত্যুৎসাহে সাড়ে ছয় কোটি টাকা নানা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেন দলজিত। এর মধ্যে অনেক টাকা ব্যাঙ্ক থেকে ধার নেওয়া। সন্দেহ শুরু হতেই সেই সব অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে উদ্যোগ নিতেই সবটা পরিষ্কার হয় তাঁর কাছে। ওই ট্রেডিং অ্যাপগুলি তাঁর কাছে ৩০ শতাংশ সিকিউরিটি ফি এবং পরিষেবা ফি বাবদ ৬১ লক্ষ টাকা দাবি করে। দলজিৎ তাঁর এবং তাঁর মায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর সন্দেহ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তথ্য অন্যের হাতে চলে গিয়েছে।
পুলিশতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন দলজিত। পুলিশকে লেনদেনের সমস্ত তথ্য দিয়েছেন তিনি এবং অভিযুক্ত অনিতা সম্পর্কেও সব তথ্য দিয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।
