আজকাওল ওয়েবডেস্ক: রীতিমত শিউড়ে ওটার মতো ঘটনা। প্রতিবেশীর পোষ্য বাড়ির গেটের ধারে বাঁধা ছিল। সেটিকে দেখেই একটি শিশু ঢিল মারতে থাকে। তখন শিশুটির দিকে এগিয়ে ঘেউ ঘেউ শব্দ করেছিল জার্মান শেফার্ড প্রজাতীর কুকুরটি। শিশুটি তাতেই ভয় পেয়ে যায়। ছুটে যায় বাবার কাচে। এতেই চটে লালা শিশুটির বাবা। বাড়ি থেকে বেরিয়েই প্রতিবেশীর পোষ্যকে লাঠি দিয়ে মারধর করে জখম করে দন। এরপর যা করলেন তা চরম পৈশাচিক। 

মারধরের পর পোষ্যটিকে গাড়ির সঙ্গে বেঁধে দেন শিশুটির বাবা। তারপর কুকুরটি প্রায় ১২ কিলোমিটার রাস্তা টানতে টানতে নিয়ে যাওয়া হয়!

নৃশংস এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার ডানকৌরে। 

কুকুরটির মালিক সুধীর ইন্দোরিয়ার অভিযোগ, একটি স্করপিও গাড়ির পিছনে বেঁধে ওই কুকুরটিকে প্রায় ১২ কিলোমিটার রাস্তার উপর দিয়ে নয়ডার স্পোর্টস সিটির কাছে নিয়ে যায় শিশুটির বাবা৷ পরে পুলিশ গিয়ে গুরুতর অসুস্থ কুকুরটিকে উদ্ধার করে৷ বর্তমানে আহত কুকুরটি স্থানীয় একটি পশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ 

সুধীর ইন্দোরিয়ার দাবি, যখন তিনি পুলিশে অভিযোগ দায়ের করার কথা বলেন, তখন অভিযুক্ত তাঁকে হত্যার হুমকি দেন। তবে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে কুকুরটির মালিক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।