আজকাল ওয়েবডেস্ক: আরও বেশি ডিজিটাল হয়ে গেল আধার কার্ড। বিশেষত তারা ই আধার কার্ড ব্যবহার করেন তাদের কাছে এটি একটি বিরাট খবর। এবার থেকে যদি নিজের আধার কার্ড আপডেট করতে চান তাহলে সেখানে কোনও ফটোকপি আর লাগবে না।
বিষয়টি শুনতে অবাক মনে হলেও এটাই চরম সত্যি। এবার থেকে ই আধার কার্ড করতে হলে সেখানে কোনও ফটোকপি লাগবে না। একটি নতুন কিউ আর কোড বেসড আবেদন আপনাকে করতে হবে। সেটিকে কাজে লাগিয়েই আপনি নিজের ই আধার কার্ডকে আপডেট করতে পারবেন।
এই কাজটি চলতি বছরের নভেম্বর মাস থেকেই শুর করতে চলেছে ইউআইডিএআই। তারা মনে করছে আধার কার্ডকে আরও বেশি উন্নত করতে হবে। তাই এমন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এতদিন পর্যন্ত চলা বায়োমেট্রিক, সইকে যেমন তথ্য হিসেবে রেখে দেওয়া হত তেমনই রেখে দেওয়া হবে। সেখানে জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড তৈরি করতে যেভাবে আধার দরকার হত তেমনই চলবে।
তবে ই আধার কার্ডকে যাতে অনেক বেশি উন্নত করা যায় সেদিকে জোর দিতেই এই কাজটি করা হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত এই কাজটি করার জন্য ২ হাজারটি নতুন মেশিন তৈরি করা হয়েছে। আগামীদিনে এই সংখ্যা আরও বাড়বে।
নতুন এই ব্যবস্থায় নিজের আধারের ঠিকানা, ফোন নম্বর, নাম এবং ভুল জন্ম তারিখ ঠিক করা অতি সহজ হবে। কিউ আর কোড থাকার জন্য আপনার নিজের কার্ডের তথ্য অন্য কারও কাছে চলে যাবে না। সেটি সুরক্ষিত থাকবে। সেখানে নিজের কার্ডের কন্ট্রোল নিজের হাতেই থাকবে।
সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে এই কিউ আর কোড অনেক বেশি দরকারি হিসেবে দেখা যাবে। প্রতিটি ব্যক্তির তথ্য এখানে থাকবে। ফলে সেখান থেকে প্রতারণার সংখ্যা কম হবে। এর সঙ্গে বিভিন্ন স্কুল কলেজকেও যুক্ত করা হবে। ফলে সেখান থেকে পড়ুয়াদেরও বাড়তি সুবিধা হবে।
