আজকাল ওয়েবডেস্ক : ফের বাড়তি চাপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় তার জামিন ফের নাকচ করল সুপ্রিম কোর্ট। এদিন আদালতে তার আইনজীবী বলেন বারবার কেজরিওয়ালের জামিন নিয়ে এত সমস্যা হচ্ছে। কিন্তু কেন তিনি জামিন পাচ্ছেন না। এরপর আদালত জানায় কেজরিওয়াল সিবিআই মামলায় জামিন পাননি। তাই এখন তার জামিন হবে না।


ইডির করা মামলায় জামিন পেলেও সিবিআইয়ের করা মামলায় তিনি জামিন পাননি। ফলে জেল থেকে তিনি বের হতে পারেননি। ইতিমধ্যেই জেল থেকে বেরিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তিনি জামিন পেয়েই ফের দলের হয়ে কাজে নেমে পড়েছেন। এমনকি আগামী দিল্লি এবং পাঞ্জাব নির্বাচনে তাঁকে সামনে রেখেই আপ লড়বে বলে জানা গিয়েছে।


দিল্লির মুখ্যমন্ত্রী কবে ফের জেল থেকে বের হবেন তা নিয়ে এখনও রয়েছে জল্পনা। ইডির করা মামলায় তিনি জামিন পেলেও সিবিআইয়ের করা মামলায় তিনি জামিন পাননি।