আজকাল ওয়েবডেস্ক: ফের দিল্লিতে পথ দুর্ঘটনা। এবার দিল্লির নয়ডার ঘটনা। এক্ষেত্রে কোনো একাধিক গাড়ি নয়, বরং খোদ বাইক আরোহীর অবহেলা। এক মহিলা ওলা বাইকে যাওয়ার সময় চালকের অনিয়ন্ত্রণের শিকার হন৷ তাঁর বাঁ হাত গুরুতরভাবে ফ্র‍্যাকচার হয়েছে৷ চলেছে একাধিক অস্ত্রোপচার। চিকিৎসা খরচ তিন লক্ষেরও বেশি৷ 

সূত্রের খবর, মহিলার নাম সিদ্ধি বিজয়বর্গীয়। তিনি ২২ এপ্রিল ওলা বাইকে করে তাঁর কাজে যাচ্ছিলেন। হঠাৎ বাইক আরোহীর বেপরোয়া গতিবৃদ্ধিতে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মারাত্মক ভাবে জখম হন সিদ্ধি। তাঁর বাঁ হাত ফ্র‍্যাকচার হয়। একাধিক অস্ত্রোপচার চলে৷ 

সম্প্রতি একটি লিংকডইন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পোস্টটি করেছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, 'আমার সহকর্মী সিদ্ধি বিজয়বর্গীয় সম্প্রতি অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছেন । ওলা বাইক চালানোর সময় তিনি একটি গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন। আরোহীর অবহেলায় এই ঘটনা ঘটে।  তাঁর বাঁ হাতে একটি বড় ফ্র্যাকচার হয়েছে। একাধিক অস্ত্রোপচারে ৩ লক্ষ টাকারও বেশি চিকিৎসা খরচ। সবটাই অপর একজনের বেপরোয়া মনোভাবের কারণে'। প্রত্যুষ সিং নামের ওই ব্যক্তি আরও অভিযোগ করেন। সাহায্যের প্রতিশ্রুতি সত্ত্বেও ওলা কোনও পদক্ষেপ নেয়নি। তিনি কোম্পানির সমর্থন, সহানুভূতি এবং জবাবদিহিতে অনিহার জন্য সমালোচনা করেছেন। ওলার সহায়তার অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কোম্পানি এবং এর সিইও ভবিশ আগরওয়ালকে ট্যাগ করেন। 

অর্থের থেকেও বড় প্রশ্ন উঠেছে মানবিকতার। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা৷ লিংকডইন পোস্টের প্রতিক্রিয়ায় ওলা ক্যাবস সাপোর্ট  সক্রিয়ভাবে সহযোগিতার কথা উল্লেখ করেছে। প্রত্যুষ তাতে খুশি নন। এই ঘটনা আবারও অ্যাপ মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা এবং জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।