আজকাল ওয়েবডেস্ক: বর্তমান যুগে বিদ্যুৎ, ইন্টারনেট ছাড়া দিনযাপন, এ যেন কল্পনাতীত। শিশু থেকে বৃদ্ধ, সকলেই বিদ্যুৎ, ইন্টারনেটের উপর এখন নির্ভরশীল। কিন্তু দেশের মধ্যেই একটি গ্রাম রয়েছে, যেখানে আজও বিদ্যুৎ ছাড়াই বসবাস করছেন সাধারণ মানুষ। এই গ্রামে ইন্টারনেটের কানেকশন পর্যন্ত নেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম শহরের আরও ৬০ কিলোমিটার ভিতরে রয়েছে কুরমা গ্রাম। চিরন্তন রীতি মেনেই এখানে দিনযাপন সকলের। একেবারে ছাপোষা, সাধারণ। কোথাও কোনও আতিশয্য নেই। বাড়তি চাহিদাও নেই। 

জানা গিয়েছে, এই গ্রামের কোনও বাড়িতেই কেউ বিদ্যুৎ, গ্যাস, ফ্যান, আলো, মোটর, এসি কিছুই ব্যবহার করেন না। গ্রামের প্রতিটি বাড়ি তৈরি হয় মাটি এবং চুন দিয়ে। মাটি এবং গোবর মিশিয়ে তৈরি হয় ঘরের মেঝে। বাড়ির দেওয়ালও সেভাবেই তৈরি হয়। যা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। ঠান্ডাও থাকে। প্রতিটি বাড়ির মধ্যে দু'টি শোয়ার ঘর, একটি রান্নাঘর, শৌচাগার রয়েছে। 

গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েক যুগ ধরে অতি সাধারণ জীবনযাপনে তাঁরা অভ্যস্ত। রাতেরবেলায় প্রদীপের আলোয় সকলে কাটান। বিদ্যুৎ না থাকায় বাড়তি কোনও সমস্যা তাঁদের হয় না। এমনকী এই গ্রামে কেউ মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করেন না।