আজকাল ওয়েবডেস্ক: সব কিছু ঠিক থাকলে বিজেপির জাতীয় সভাপতি হতে চলেছেন দলের কার্যকরী সভাপতি নিতিন নবীন। বিজেপির সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। এ দিন পর্যন্ত নিতিন ছাড়া আর কারও নামের প্রস্তাব দেওয়া হয়নি। এর ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দলের শীর্ষপদে বসতে চলেছেন তিনি।
দলের সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন ৪৫ বছর বয়সী নিতিন। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর তাঁকে জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। তিনি গেরুয়া দলের দ্বাদশ জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষ নেতারা তাঁকে সমর্থন করেছেন।
বিজেপির সংগঠন পর্বের জাতীয় রিটার্নিং অফিসার ডঃ কে লক্ষ্মণের প্রেস বিবৃতিতে জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর জাতীয় সভাপতির পদের জন্য শুধুমাত্র নিতিন নবীনের নাম প্রস্তাব করা হয়েছিল। লক্ষ্মণ প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ৩৬টি রাজ্যের মধ্যে ৩০টি রাজ্যে রাজ্য সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং ভোটার তালিকা প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ দুপুর ২টো থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জাতীয় সভাপতি পদের জন্য শ্রী নীতিন নবিনের পক্ষে মোট ৩৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাইয়ের পর সব মনোনয়নই সঠিকভাবে পূরণ করা হয়েছে এবং বৈধ বলে প্রমাণিত হয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি দলের জাতীয় পরিষদ ও রাজ্য পরিষদগুলির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হন এবং এই প্রক্রিয়াটি দলের জাতীয় রিটার্নিং অফিসারের তত্ত্বাবধান করা হয়। বিজেপির সংবিধান অনুযায়ী, কোনও রাজ্যের নির্বাচকমণ্ডলীর যে কোনও ২০ জন সদস্য মিলে এমন একজন ব্যক্তির নাম জাতীয় সভাপতির পদের জন্য প্রস্তাব করতে পারেন, যিনি চার মেয়াদে সক্রিয় সদস্য ছিলেন এবং ১৫ বছরের সদস্যপদ রয়েছে। তবে, এতে বলা হয়েছে যে, এই ধরনের একটি যৌথ প্রস্তাব অবশ্যই এমন কমপক্ষে পাঁচটি রাজ্য থেকে আসতে হবে যেখানে জাতীয় পরিষদের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব ও কিরেন রিজিজুর উপস্থিতিতে নাড্ডা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে নিতিনের মনোনয়নপত্রের একটি সেট জমা দেন। পরে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং অন্যান্য রাজ্য নেতারা গত মাসে কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত নিতিনের সমর্থনে আরও এক সেট মনোনয়নপত্র জমা দেন। বিহার, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, ঝাড়খণ্ড এবং অন্যান্য রাজ্যের নেতারাও নিতিনকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুষ্কর সিং ধামী, নায়াব সিং সাইনি এবং প্রমোদ সাওয়ান্তও উপস্থিত ছিলেন।
