আজকাল ওয়েবডেস্ক: বিজেপির সঙ্গে স্বাতী মালিওয়ালের যোগাযোগ হেলায় উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে যেভাবে খোদ অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্থা হতে হয়েছে তার নিন্দা করেন নির্মলা। তিনি আরও বলেন, যদি আপের তাঁকে নিয়ে এতটাই সমস্যা থাকে তবে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছে কেন ? অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতেই যেভাবে তার দলের সাংসদকে হেনস্থা হতে হয়েছে তাতে আপের দৈনদশা প্রকট হয়ে পড়েছে। দিল্লির মন্ত্রী অতীশি দাবি করেছেন স্বাতী মালিওয়ালকে মদত দিচ্ছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন আতীশি। অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে নির্মলা বলেন, তিনি জেলে গিয়েছেন দুর্নীতির মামলায়, বিজেপি তাঁকে জেলে পাঠায়নি। দেশে যে কেউ সরকার গঠন করতে পারে। কিন্তু ১ জুন কেজরিওয়ালকে ফের জেলে যেতে হবে।
