আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এক ১৯ বছরের তরুণ। তাকে সম্প্রতি গ্রেপ্তার করল জম্মু পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি জম্মুর রিয়াসি অঞ্চলে। সে বাথিন্দি এলাকায় থাকত। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক অনলাইনে উগ্রপন্থী আদর্শে দীক্ষিত হয়েছিল। তার পরিকল্পনা ছিল, কোনও বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানো। তদন্তকারীদের হাতে আরও তথ্য এসেছে যে, অভিযুক্ত যুবক পাকিস্তান এবং অন্যান্য বিদেশি দেশের হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখত।
বাহু ফোর্ট থানায় ভারতীয় ন্যায় সংবিধান-এর ১১৩(৩) (সন্ত্রাসবাদী কার্যকলাপ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তরুণের সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করে পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে অভিযুক্তকে জেরা করা হচ্ছে। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
অন্যদিকে চলতি মাসেই একদিন ভোররাত থেকে পরপর গুলির আওয়াজ। কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। জঙ্গি দমনে আবারও চলল গুলি। ফের সেনা ও জঙ্গির গুলির লড়াই চলছে কাশ্মীরে। এবার ঘটনাস্থল কিশতওয়ার। ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোররাত থেকে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায় জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। দু'পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই ওই এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ একযোগে তল্লাশি অভিযান চালায়। ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গির নিকেশ হওয়ার খবর পাওয়া যায়নি।
সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়েছে। কোনও জঙ্গিকে খতম করা হয়েছে কি না, সেই ব্যাপারে এখনই কিছু জানানো হয়নি। তবে জঙ্গিদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলাগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছিল। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে আসছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। গত সেপ্টেম্বরেই কিশতওয়ারে গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী।
