আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দু'মাসের মধ্যে স্বামীকে ছেড়ে পালালেন নববধূ। প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন তিনি। শ্বশুরবাড়ি থেকে সমস্ত নগদ টাকা, গয়না নিয়ে পালিয়ে যান। নববধূর কীর্তি শোরগোল গোটা এলাকায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। পুলিশ জানিয়েছে, হাপুরের সারাওয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শ্বশুরবাড়ির সদস্যদের লস্যি খাইয়েছিলেন নববধূ। তাতেই মিশিয়ে দিয়েছিলেন ঘুমের ওষুধ। এরপর শুক্রবার রাতে প্রেমিকের সঙ্গে তিনি পালিয়ে যান। 

 

তরুণীর দেওর আরিফ পুলিশকে জানিয়েছেন, গত ২৫ এপ্রিল সলমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা। পাড়ায় ছুতোর কাজ করেন সলমন। বিয়ের পর সুখেই ছিলেন। সানার প্রেমের সম্পর্কের বিষয়েও কিছু জানতেন না। ঘটনার দিন সকলকে লস্যি বানিয়ে খেতে দিয়েছিলেন সানা। কারও কোনও সন্দেহ হয়নি। লস্যি খাওয়ার পরে সকলেই ঘুমে ঢুলে পড়েন। সেই সুযোগে সানা পালিয়ে যান। 

 

ঘুম ভাঙার পর সকলেই দেখেন সানা নগদ টাকা, গয়না নিয়ে পালিয়ে গেছেন। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন যুবক রাত একটা নাগাদ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। ওই যুবকের নাম, সুহেল। তিনিই বাইকে করে সানাকে নিয়ে চলে যান। বিয়ের আগে থেকেই এই যুবকের সঙ্গে সানার সম্পর্ক ছিল। 

 

সানার বিয়ের পর এসি সারাই করতে একবার তাঁর শ্বশুরবাড়িতেও এসেছিলেন। তখন কেউই জানতেন না সুহেলের আসল পরিচয়। দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সলমনের পরিবার। পুলিশ দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে।