আজকাল ওয়েবডেস্ক: লকডাউনের কারণে চাকরি উধাও, প্রেমিক উধাও, আর ফুচকার দোকান বন্ধ! এমত অবস্থায় ভারতের হাজার হাজার যুবতী খুঁজে পেলেন নতুন আশ্রয় — SeekingArrangement! অর্থাৎ, যাকে বলে, প্রেমে নয়, এবার 'লগ্নি'তে লাভ খুঁজছে দেশের যুব সম্প্রদায়।

দক্ষিণ কলকাতার অঙ্কিতা (নাম পরিবর্তিত), সদ্য কলেজ পাশ, বলছেন, “চাকরি নেই, প্রেমিক নেই, ইনস্টাগ্রামেও লাইক কমে গেছে... তাই ভাবলাম, জীবনটাকে একটু আপগ্রেড করি।” এখন তিনি মুম্বইয়ের এক “সিনিয়র জেন্টলম্যান”-এর সাথে ব্যবসার পরিকল্পনায় ব্যস্ত। প্রেম? “না, ওটা তো শুধু বোনাস।”

এদিকে  বেঙ্গালুরুর রাজীব (নাম পরিবর্তিত), জানালেন, “অনেক অ্যাপ ঘেঁটে অবশেষে এমন একজন পেলাম, যিনি সিনেমা দেখতে চান, ব্যবসা শিখতে চান, আর আমায় ‘কিউট’ বলেন!” বন্ধুরা এখন তাঁকে ডাকছে সুগার-ড্যাডি বলে।

তবে, পুরনো পাড়ার পিসিমারা বলছেন, “আমরা তো চিনি দিতাম রসগোল্লায়, এখন শুনি ছেলে-মেয়েরা চিনি দিচ্ছে প্রেমে!” একই সঙ্গে অনেকে এই ট্রেন্ড দেখে বলছেন, “শুধু চাকরি গেলে হত না, এবার প্রেমেও রিজিউমে লাগবে পোর্টফলিও দেখে!”

সতর্কতা হিসেবে বলা হচ্ছে, “চিনি” বেশি খেলেও ডায়াবেটিস হতে পারে। তাই, প্রেমের বাজারে লগ্নি করার আগে ভাবুন ভাল করে!