আজকাল ওয়েবডেস্ক: নিষেধাজ্ঞা সত্বেও দু'দিন সন্ধে থেকে রাত পর্যন্ত বাজি ফাটালেন প্রতিবেশীরা। ভয়ে, আতঙ্কে দু'দিন টানা ঘুমাতে পারেনি পোষ্য সারমেয়। সোশ্যাল মিডিয়ায় সারমেয়র ছবি পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন তরুণী। এরপরই ধেয়ে আসে লাগাতার হুমকি। এমনকী দেশ ছাড়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে! 

 

তরুণী দিল্লির বাসিন্দা। দীপাবলিতে দূষণ রোধে বাজি আতশবাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হলেও, তা দীপাবলির সন্ধেয় নির্দিষ্ট সময়ের মধ্যে ফাটানো যাবে বলে জানিয়েছিল প্রশাসন। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার, শুক্রবার দীপাবলির আবহে বাজি ফাটান এলাকাবাসীরা। 

 

তরুণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ধর্মীয় অনুষ্ঠানে অত্যধিক বাজি ফাটানোর কারণে তাঁর পোষ্য সারমেয় দুই রাত ঘুমাতে পারেনি। পোষ্যের হার্টের সমস্যা রয়েছে। বাজির আওয়াজে আঁতকে উঠছে সে। এই পোস্টের একাংশের নেটিজেনরা ক্ষোভ উগরে দেন। 

 

কেউ লেখেন, 'দীপাবলিতে বাজি ফাটানো বহু যুগের রীতি। আগে সমস্যা হত না। ইদানিং অল্পেই সমস্যা তৈরি হয় সকলের'। কেউ আবার লিখেছেন, 'দেশের ধর্মীয় অনুষ্ঠানের রীতি নিয়ে এত সমস্যা থাকলে, আপনি দেশ থেকে বেরিয়ে যান।' একজন লিখেছেন, 'দীপাবলিতে সকলে বাজি ফাটাবেই। সমস্যা হলে পোষ্যকে নিয়ে দেশ ছাড়ুন।' 

 

সকলেই যে ক্ষোভ উগরে দিয়েছেন এমনটা নয়। কেউ কেউ সারমেয়দের এমন অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তরুণীকে সহানুভূতিও জানিয়েছেন অনেকে।