আজকাল ওয়েবডেস্ক: নিট, ন্যাশন্যাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। অনেকেই মনে করেন, দেশের যে কয়েকটি প্রবেশিকা পরীক্ষা রয়েছে উচ্চ শিক্ষার, তারমধ্যে অন্যতম কঠিন পরীক্ষা নিট। এই পরীক্ষায় উতরে গেলেই, তিনি একধাপ এগিয়ে যান চিকিৎসক হওয়ার লক্ষ্যে। প্রতিবছর লক্ষ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। ফলাফলের উপর নির্ভর করে, কে কোন কলেজ থেকে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করবেন। এই কঠিন পরীক্ষা পাশ করে তাক লাগিয়েছেন রামলাল।
রাজস্থানের রামলাল। রাজস্থানের চিতোরগড় জেলার একটি ছোট গ্রাম ঘোসুন্দার বাসিন্দা। ষষ্ট শ্রেণিতে পড়ার সময়, ১১ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। যখন রামলালের ২০বছর, তখন তাঁর সন্তান জন্ম নেয়। পরিবারের হাজারও সমস্যা। সেসব পেরিয়েও স্থির ছিলেন লক্ষ্যে।
লক্ষ্য ছিল, চিকিৎসক হবেন। পরিবার চাইতো, পড়াশোনার ভুত নামুক মাথা থেকে, ছেলে বরং মনযোগ দিক সংসারের কাজে। কিন্তু তাঁর স্ত্রী, বরাবর স্বামীর পাশে থেকেছেন। তিনি স্বামীর স্বপ্নকে নিজের স্বপ্নের মতোই লালন করেছেন দীর্ঘকাল। রামলাল ২০১৯সাল থেকে টানা নিট পরীক্ষায় বসছিলেন। পাঁচবারের চেষ্টার পর, তিনি উত্তীর্ণ হয়েছেন। পরিবারের প্রথম চিকিৎসক হতে চলেছেন রামলাল। এই খুশির দিনে, তাঁর পাশে রয়েছেন স্ত্রী।
