আজকাল ওয়েবডেস্ক:‌ ১ অক্টোবর থেকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে বড়সড় নিয়ম বদল করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এছাড়া ডিমান্ড ড্রাফ্ট জারি করা, ডিডির নকল করা, চেক (ইসিএস সহ), রিটার্ন খরচ এবং লকার ভাড়ার চার্জও পাল্টাচ্ছে পিএনবি। নতুন নিয়ম আগামী ১ অক্টোবর, ২০২৪ থেকে কার্যকর হবে। 

 


নয়া নিয়মে বলা হয়েছে, ন্যূনতম টাকা সেভিংস অ্যাকাউন্টে না রাখলে প্রতি তিন মাস অন্তর চার্জ কাটবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। গ্রামীণ এলাকায় যার পরিমাণ ৫০০ টাকা, সেমি আরবান এলাকায় ১ হাজার টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ২০০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে সেভিংস অ্যাকাউন্টে। নইলে সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি তিন মাস অন্তর নির্দিষ্ট পরিমাণ একটি টাকা কেটে নেওয়া হবে। সেটা ৫০ থেকে ২৫০ টাকা অবধি হতে পারে। ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রেও মোট টাকার পরিমাণের ০.৪ শতাংশ, সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত চার্জ নেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। লকার ভাড়ার ক্ষেত্রেও ১ অক্টোবর থেকে বড়সড় বদল আনা হচ্ছে। এতদিন গ্রামীণ এলাকায় লকার ভাড়া ১ হাজার টাকা, সেমি আরবান এলাকায় ১২৫০ টাকা, এবং ২০০০ টাকা চার্জ দিতে হবে মেট্রো বা শহর এলাকায়। কিন্তু এখন তা দিতে হবে ২,২০০ থেকে সর্বোচ্চ ৫,৫০০ টাকা অবধি। এলাকা বিশেষে এই টাকার হার করা হয়েছে। 
প্রসঙ্গত দেশের বৃহত্তম রাষ্টায়ত্ত ব্যাঙ্ক পিএনবি। ১ অক্টোবর থেকে ব্যাঙ্কটি সেভিংস অ্যাকাউন্টে বড়সড় বদল আনছে। গ্রাহকদের আগেভাগেই তা জানিয়ে দেওয়া হল।