আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনমের রামকৃষ্ণ সৈকতে নৌসেনার ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডরের মহড়া চলাকালীনই দুই অফিসার প্যারাশুট নিয়ে আছড়ে পড়লেন সমুদ্রে। যদিও এই ঘটনায় দু'জনের কেউই আহত হননি। সঙ্গে সঙ্গে নৌসৈনার উদ্ধারকারী দল ওই দুই অফিসারকে উদ্ধার করেছে।
প্যারাশুট নিয়ে আছড়ে পড়ার সেই ঘটনার ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিও-তে দেখা গিয়েছে, সমুদ্রের উপরে দুই অফিসার প্যারাশুট নিয়ে মহড়া দিচ্ছিলেন। আচমকাই তাঁরা পরস্পরের খুব কাছাকাছি চলে আসেন। একে অন্য়ের প্যারাশুটে জড়িয়ে যান। বেশ কিছুক্ষণ তাঁরা ঘুরপাক খাওয়ার পর প্যারাশুটসমেত দু'জনেই সমুদ্রে আছড়ে পড়েন। জানা গিয়েছে, তখন ওই দুই অফিসার সমুদ্র থেকে ২০০-৩০০ ফুট উপরে ছিলেন।
সেই সময়ই টহল দিচ্ছিল নৌসেনার একটি নৌকা। দুই অফিসারকে উদ্ধার করে সমুদ্রের পারে নিয়ে আসা হয়।
এই মহড়া দেখতে বৃহস্পতিবার হাজির ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এছাড়াও বহু উৎসাহী মানুষ এই মহড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। তাদের সামনেই এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল।
