আজকাল ওয়েবডেস্ক :  নাসার প্রধান বিল নেলসন বর্তমানে ভারত সফরে রয়েছেন। তিনি এদিন ইসরোর সদস্যদের সঙ্গে দেখা করেন। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার সঙ্গেও তিনি কথা বলেন। তিনি বলেন, রাকেশ শর্মার গল্প আগামীদিনের মহাকাশচারীদের উৎসাহ দেবে। নিজের এক্স হ্যান্ডেলে নেলসন লেখেন, ‘রাকেশ শর্মার সঙ্গে দেখা করে তিনি বুঝতে পারলেন কতটা মানসিক জোর থাকলে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। কঠোর পরিশ্রম কর, বড় স্বপ্ন দেখ এবং তারাদের কাছে পৌঁছে যাও। মহাকাশের কোনও শেষ নেই।’ প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২ এপ্রিল মহাকাশযাত্রা করেছিলেন রাকেশ শর্মা। তিনি ৭ দিন ২১ ঘন্টা এবং ৪০ মিনিট মহাকাশে ছিলেন। তাঁর হাত ধরে ভারত বিশ্বের ১৪ তম দেশ হিসাবে মহাকাশযাত্রার গৌরব পেয়েছিল। এদিন নিজের অভিজ্ঞতার কথাও ফের একবার সকলের সামনে তুলে ধরেন রাকেশ শর্মা। নাসা আগামীদিনে ইসরোর সঙ্গে একত্রিত হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করবে বলে জানান বিল নেলসন।