আজকাল ওয়েবডেস্ক: বুধ সন্ধেয় ফোনালাপ। দুই রাষ্ট্রনেতার। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আচমকাই ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেন আচমকা ফোন? কী আলোচনা হল তাঁদের? পরিকল্পনা কি শীঘ্রই সাক্ষাতের?

 

একাধিক সংবাদ মাধ্যম সূত্রে দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক বিষয়ে কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে সূত্রের খবর, গাজা চুক্তি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে দু'জনের। 

 

 

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং দু'দেশের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জানিয়েছে দুই নেতা খুব শীঘ্রই দেখা করতে সম্মত হয়েছেন।

লেখা হয়েছে, 'প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনের শেষে, দুই নেতা খুব শীঘ্রই দেখা করতে সম্মত হয়েছেন।'