আজকাল ওয়েবডেস্ক: উত্তর বেঙ্গালুরুতে একদল ব্যক্তি আরেক মুসলিম ব্যক্তিকে ধর্ম নিয়ে লাঞ্ছিত করে। ব্যক্তিটি 'জয় শ্রী রাম' বলে স্লোগান দিতে বাধ্য করে  বলে অভিযোগ। ঘটনার দিন ২২ জুন। এই ঘটনা সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে৷ 

সূত্রে খবর, মুসলিম ব্যক্তির নাম জামির। মেকানিক হিসেবে কাজ করেন তিনি।  ঘটনার দিন জামির এবং তাঁর বন্ধু ওয়াসিম এক গ্রাহকের কাছ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। উত্তর বেঙ্গালুরুর সাম্পিগেহল্লি পাড়ায় তাঁরা চোক্কানাহল্লি এলাকার কাছে একটি গ্রোভের কাছে দাঁড়ান। সেই মুহূর্তে পাঁচ থেকে ছয়জন অপরিচিত ব্যক্তি তাঁদের মুখোমুখি হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে বিকেল ৪.৩০ থেকে ৫.৩০ এর মধ্যে। হামলাকারীরা ওই তাঁদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপর আচমকা আক্রমণ করে। জামির পালাতে সক্ষম হলেও ওয়াসিমকে লাঠি দিয়ে পেটানো হয় বলে জানা যায়। যন্ত্রণায় ওয়াসিম 'আল্লাহ!' বলে চিৎকার করেন। আক্রমণকারীরা তাঁকে হুমকি দেয় এবং 'জয় শ্রী রাম' বলতে বলে।

ভুক্তভোগীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের শনাক্তকরণ এবং বিচারের দাবি জানান। ভারতীয় ন্যায় সংবিধানের কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ 

অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তাদের শনাক্ত করতে একটি বিশেষ দল নিয়োগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার আসল কারণ তদন্তাধীন৷ তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভুক্তভোগীর বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। পুলিশ গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।