আজকাল ওয়েবডেস্ক: ভিখরোলিতে এক বিবাহিত মহিলাকে গলা কেটে খুন করার অভিযোগে ধরা পড়েছে ২৫ বছর বয়সী যুবক। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ভিখরোলির বাসিন্দা সুমন সুরজলাল (৩৭)-কে তার প্রেমিক হানাফা শাহ নির্মমভাবে খুন করে।

সূত্রের খবর, সুমন এবং শাহের পরিচয় হয়েছিল ধারাভির একটি চামড়ার ব্যাগ কারখানায়। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সুমনের স্বামী সুরজলাল মাতাফের একজন নিরাপত্তারক্ষী। রাতে কাজের জন্য বের হলে, শাহ প্রায়শই সুমনের বাড়িতে আসতেন।

সাম্প্রতিক সময়ে সুমন তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু শাহ রাজি ছিলেন না। সোমবার রাতে সেই নিয়ে তীব্র বিবাদের পর, শাহ রাগের মাথায় সুমনকে বেঁধে গলা কেটে খুন করে পালিয়ে যায়।

পরদিন সকালে স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল কল রেকর্ড ঘেঁটে অভিযুক্তকে শনাক্ত করে এবং পরে তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত চলছে।