আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের জালে এক মহিলা। ভদ্রমহিলার বয়স মাত্র ২৪ বছর, নাম ফাতিমা খান। জানা গিয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ। মুম্বই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। 

 

 

ঘটনার সূত্রপাত শনিবার। জানা গিয়েছে, মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজানা নম্বর থেকে একটি বার্তা আসে। তাতে বলা হয় দশ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যদি যোগী আদিত্যনাথ সরে না যান তবে তিনি মুম্বইয়ে গুলিবিদ্ধ হবেন। ঠিক এনসিপি নেতা বাবা সিদ্দিকের মতোই পরিণতি হবে তাঁরও। এরপরই তড়িঘড়ি পুলিশ তদন্ত নামে। মামলা দায়ের হয় ওয়ারলি থানায়। 

 

 

জানা যায়, ওই বার্তা এসেছে মহারাষ্ট্র থেকে। ফাতিমা খান নামে ওই মহিলা পরিবারের সদস্যদের সঙ্গে মহারাষ্ট্রের থানে জেলার উলহাসনগর এলাকায় থাকেন। তিনি এর আগেই তথ্য প্রযুক্তিতে বিএসসি করেছেন কিন্তু মানসিকভাবে অস্থির, এমনটাই উঠে এসেছে তদন্তে বলে পুলিশ জানিয়েছে।

 

 

মুম্বই অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) মহিলাকে খুঁজে বের করে এবং উলহাসনগর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

 

 

আধিকারিকদের মতে, শনিবার হুমকি বার্তা পাওয়ার পরেই পুলিশ সতর্কতা অবলম্বন করে। কারণ আগামী কুড়ি নভেম্বর রয়েছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে বিজেপির হয়ে প্রচার করতে ইউপির মুখ্যমন্ত্রীর মহারাষ্ট্রে যাওয়ার কথা ছিল।

 

 

প্রসঙ্গত, ১২ অক্টোবর দশেরার দিন ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে বাজি ফাটানোর সময় বাবা সিদ্দিকি খুন হয়েছিলেন। তিন যুবক দূর থেকে প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতাকে গুলি করে হত্যা করে। খুনের ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল শ্যুটার শিবকুমার গৌতম পলাতক। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি এই মামলায় কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ভাই আনমোলকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে।

 

 

এই ঘটনার দিন কয়েকের মধ্যেই ঘনঘন প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা সলমন খান ও জিশান সিদ্দিকি। সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ইতিমধ্যেই গত সপ্তাহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মুম্বইয়ের, অন্যজন নয়ডার বাসিন্দা। এরপর হুমকি পেলেন যোগী আদিত্যনাথ।