আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৮ দিনের কন্যাসন্তানকে খুন করল মা। স্বামীর সঙ্গে অশান্তি এবং তার প্রতিশোধ নিতেই সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করেছে বলে স্বীকার করেছে শরিফা বেগম।
রবিবার হত্যাকাণ্ডটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। কদমা প্রাত গ্রামে এক শুষ্ক পুকুরের পাশ থেকে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করলে, শরিফা স্বামী মহম্মদ ইকবালের দিকে অভিযোগের তির ছোঁড়ে। জানায়, স্বামীই কন্যাসন্তানকে খুন করেছেন। পুলিশ পরে জানতে পারে, ঘটনার সময় ইকবাল কাশ্মীরে ছিলেন। এরপরই শরিফাকে জেরা শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় মানসিকভাবে ভেঙে পড়ে শরিফা। তখনই খুনের ঘটনাটি স্বীকার করে।
শরিফা জানায়, স্বামীর সঙ্গে অশান্তির কারণেই পুকুরের পাশে কন্যাসন্তানকে ফেলে রেখে চলে এসেছিল সে। দীর্ঘক্ষণ চড়া রোদে শুইয়ে রাখার ফলে, সেখানেই মৃত্যু হয় সদ্যোজাতর। শরিফার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
রবিবার হত্যাকাণ্ডটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। কদমা প্রাত গ্রামে এক শুষ্ক পুকুরের পাশ থেকে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করলে, শরিফা স্বামী মহম্মদ ইকবালের দিকে অভিযোগের তির ছোঁড়ে। জানায়, স্বামীই কন্যাসন্তানকে খুন করেছেন। পুলিশ পরে জানতে পারে, ঘটনার সময় ইকবাল কাশ্মীরে ছিলেন। এরপরই শরিফাকে জেরা শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় মানসিকভাবে ভেঙে পড়ে শরিফা। তখনই খুনের ঘটনাটি স্বীকার করে।
শরিফা জানায়, স্বামীর সঙ্গে অশান্তির কারণেই পুকুরের পাশে কন্যাসন্তানকে ফেলে রেখে চলে এসেছিল সে। দীর্ঘক্ষণ চড়া রোদে শুইয়ে রাখার ফলে, সেখানেই মৃত্যু হয় সদ্যোজাতর। শরিফার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
