ছবি মুক্তির আর মাত্র দু'দিন বাকি। তার ঠিক আগে কোপ পড়ল জয়ব্রত দাসের পরিচালিত ছবি 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' -এর উপর। প্রশ্নের মুখে এখন এই ছবির মুক্তি। কিন্তু কেন? জানা গিয়েছে ফেডারেশনের নিয়ম মেনে শুটিং হয়নি এই ছবির। 

আগামী ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'অ্যাকডেমি অফ ফাইন আর্টস' ছবিটির। পুরোদমে চলছিল ছবির প্রচার। তার মধ্যেই তাল কাটল। কিন্তু ফেডারেশনের কোন নিয়ম মানেনি জয়ব্রত দাস পরিচালিত এই ছবি? ছবির মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আজকাল ডট ইন। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফোনে অধরা ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তও। 

তবে আজকাল ডট ইন-কে ফেডারেশনের যুগ্ম সম্পাদক সুজিত হাজরা জানান, "দেখুন ইম্পার কথা এখনই তুলতে চাইছি না, আমি আমার কথাই বলছি, ওঁরা এই ছবিটা কোনও টেকনিশিয়ান নিয়ে করেননি। এবং সেটার জন্য আমাদের কোনও অনুমতি নেননি, আমরা জানতামও না যে এই ছবির শুটিং হয়েছে। অনেকেই আছেন এমন যাঁরা টেকনিশিয়ান নিয়ে কাজ করেন না, তবুও সেটার বিষয় আমি জানতে পারি। কিন্তু এক্ষেত্রে আমি জানতে পারিনি। সব থেকে বড় কথা এই ছবির শুটিং হয়ে যাওয়ার পরেও আমি কিছু জানতাম না।" কিন্তু সেটা আগে কেন জানাননি তাঁরা। ছবি মুক্তির দু'দিন আগেই কেন সেটাকে আটকে দেওয়া হল? তাঁর জবাব, "আগে জানতামই না। ছবির টিজার দেখে জানতে পেরেছি ছবিটার কথা। যখন জানতে পেরেছি, তখনই পদক্ষেপ নেওয়া হয়েছে।" 

তবে কি মুক্তি পাবে না 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'? এই প্রশ্নের জবাবে সুজিত জানান, "এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে সবাই জানতে পারবে।" 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২১ সালে করোনা পরবর্তীকালে 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটি বানানো হয়েছিল। মাত্র ২৫ লাখ টাকা বাজেটে এসআরএফটিআইয়ের ছাত্র ছাত্রীরা ছবিটি তৈরি করেন। তাঁদের সেই ছবিতে ফেডারেশনের একজনও না থাকায়, বা অনুমতি না নেওয়ায় আটকে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভ দাস, রুদ্রনীল সেনগুপ্ত, ঋষভ বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, প্রমুখকে। সৃজিত মুখোপাধ্যায় এই ছবির ট্রেলার দেখে প্রশংসায় ভরিয়েছিলেন। সেখানে ছবি মুক্তির দু'দিন আগে এমন ঘটনা ঘটল।