বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৫। ম্যাজিক ফিগার ১২২। গত ভোটে এনডিএ আর মহাজোটের মাঝে ফারাক খুব বেশি ছিল না। টক্কর হয়েছিল একেবারে কাঁটায় কাঁটায়।
2
7
২০২৫ সালের বিহার ভোটের বুথ ফেরত সমীক্ষায় দৈনিক ভাস্কর, ম্যাট্রাইজ, পিপলস ইনসাইট, চানক্য স্ট্র্যাটেজিস, পিপলস পালস-সহ অন্যান্য সংস্থার সমীক্ষা সংস্থা জানাচ্ছে, এই ভোটেও জিতবে এনডিএ জোট।
3
7
২০২০ সালে রাজ্যের সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছিল আরজেডি; এবার সেই অবস্থান হারিয়ে বিজেপি সর্বাধিক আসন পাওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে।
4
7
এর মাঝেই বেশ চমকপ্রদ তথ্য উঠে এসেছে 'এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল'-এ।
5
7
বুথ ফেরত সমীক্ষায় তারা জানাচ্ছে, আরজেডি-নেতৃত্বাধীন মহাগঠবন্ধন তার মুসলিম-যাদব ভোটব্যাঙ্ক এবারেও ধরে রাখতে সক্ষম হয়েছে এবং মহিলারা এনডিএকে বিপুল সংখ্যক ভোট দিয়েছেন।
6
7
এই সংস্থার দাবি, তেজস্বী যাদব-রাহুল গান্ধী জোটের প্রতি বিহারের তরুণ প্রজন্ম আস্থা রাখছে। জোটে বেড়েছে নয়া ভোটারদের ভোট।
7
7
১৮-১৯ বছর বয়সীদের মধ্যে ৪৬% বিরোধী জোটের পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ২০-২৯ বছর বয়সীদের ৪৪ শতাংশ জোটকে ভোট দিয়েছে দাবি।