বাস্তুশাস্ত্র মতে, বাড়ির প্রতিটি অংশের মতো শৌচাগারও শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু করি, যা বাস্তুদোষ বাড়ায় ও নেগেটিভ শক্তি ঘরে আনতে পারে। তাই শৌচাগারে কোন জিনিস রাখা উচিত নয়, তা জানা অত্যন্ত প্রয়োজন।
2
7
বাস্তুশাস্ত্র মতে, শৌচাগারে খালি বালতি রাখা অশুভ। এতে বাড়ির ইতিবাচক শক্তি কমে যায় এবং অকল্যাণ ডেকে আনে। ভাঙা বালতি ব্যবহার করাও উচিত নয়, কারণ এটি দারিদ্র্য ও অস্থিরতার প্রতীক।
3
7
শৌচাগারে ভাঙা বা চিড় ধরা আয়না রাখা একেবারেই নিষিদ্ধ। এটি নেগেটিভ শক্তি আকর্ষণ করে, যার ফলে জীবনে বাধা, মানসিক অশান্তি ও আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। তাই এমন আয়না থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত।
4
7
অনেকে জামাকাপড় কাচার পর অনেকক্ষণ শৌচাগারের ভিতরে রেখে দেন। এটি বাস্তুর দৃষ্টিতে অশুভ, কারণ এতে আর্দ্রতা ও নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। ফলে পরিবারে ক্লান্তি, রোগ-ব্যাধি ও মনমালিন্য বাড়তে পারে।
5
7
বাস্তুশাস্ত্র বলছে, শৌচাগারের দরজা কখনও খোলা রাখা উচিত নয়। খোলা দরজা দিয়ে বাথরুমের নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করে। এতে বাসিন্দাদের মানসিক চাপ ও আর্থিক সমস্যা বাড়তে পারে।
6
7
অনেকেই শৌচাগারে ব্যবহারের জন্য আলাদা চটি রাখেন। কিন্তু সেই চটি কখনও বাথরুমের ভিতরে বা বাইরে খোলা জায়গায় রাখা উচিত নয়। এটি অর্থনৈতিক ক্ষতি ও জীবনে অস্থিরতা ডেকে আনতে পারে, তাই নির্দিষ্ট স্থানে রাখা শ্রেয়।
7
7
শৌচাগার নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নোংরা শৌচাগার বাস্তুদোষ বাড়ায় এবং রাহুকে রুষ্ট করে বলে বিশ্বাস করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুগন্ধযুক্ত শৌচাগার ঘরে পজ়িটিভ শক্তি ও সৌভাগ্য আনতে সাহায্য করে।