সোমবার বেলার দিকে। তখনও দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। চিকিৎসক গ্রেপ্তারি প্রসঙ্গে উঠে আসে আল-ফালাহ প্রসঙ্গ।
2
9
উঠে আসে হোয়াইট-কলার টেরর মডিউল প্রসঙ্গে আল-ফালার যোগাযোগের বিষয়টিও। সোমবার দিল্লিতে বিস্ফোরণের পর, এই আল-ফালাহ আদতেই আতশ কাঁচের তলায়।
3
9
নজরে থাকা, ডা. মহম্মদ উমর নবি, যিনি আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বলে তথ্য।
4
9
আল-ফালাহ আদতে হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়। কেন রাতারাতি বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে গেল? কীই বা এই বিশ্ববিদ্যালয়ের কাহিনি?
5
9
হরিয়ানা-দিল্লি সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠান আল-ফালাহ বিশ্ববিদ্যালয়।
6
9
ফরিদাবাদের ধৌজে ৭০ একরেরও বেশি জমিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।
7
9
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি প্রধান কলেজ রয়েছে—আল-ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং।
8
9
সেখানেই রয়েছে ৬৫০ বেডের একটি হাসপাতাল, যেখানে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আল-ফালায়'য় এমবিবিএস কোর্সের জন্য ২০০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারেন। বিশ্ববিদ্যালয়টি কোর্সের প্রথম চার বছরে প্রতি বছরের জন্য ১৬.৩৭ লক্ষ টাকা এবং শেষ বছরের জন্য ৯ লক্ষ টাকা করে চার্জ নেয়। পুরো কোর্সের জন্য প্রায় ৭৪ লক্ষ খরচ হয় পড়ুয়াদের।
9
9
তথ্য, বিশ্ববিদ্যালয়ের কাশ্মিরী পড়ুয়ারসংখ্যা মোট শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ।
গত কয়েকদন ধরে, ফরিদাবাদের ধৌজের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রচুর পুলিশ টহল দিচ্ছে প্রতি মুহূর্তে, জিজ্ঞাসাবাদ চলছে অন্তত ৫২ চিকিৎসককে।