আজকাল ওয়েবডেস্ক: বাগদান সেরে ফেলেছিলেন আগেই। কয়েক মাস পরেই ছিল বিয়ে। তার আগে হবু বরের চোখের সামনে মর্মান্তিক পরিণতি ২৪ বছর বয়সি তরুণীর। রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এফআইআর দায়ের করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সাউথ ওয়েস্ট দিল্লির কাপাসেরা এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকারই ওয়াটার পার্কে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম, প্রিয়াঙ্কা। হবু বর নিখিলের সঙ্গে সেদিন ওয়াটার পার্কে গিয়েছিলেন। ২০২৩ সালে বাগদান সারেন। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। নয়ডার একটি টেলিকম কোম্পানিতে চাকরি করতেন প্রিয়াঙ্কা।
সেদিন সন্ধেয় নিখিলের সঙ্গে রোলার কোস্টারে উঠেছিলেন প্রিয়াঙ্কা। উঁচুতে পৌঁছনোর পর, হঠাৎ প্রিয়াঙ্কার বসার সামনে একটা দিক ভেঙে পড়ে। কোনও সাপোর্ট না থাকায় উঁচু থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিখিল জানিয়েছেন, রোলার কোস্টারের যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। উঁচু থেকে পড়ার জেরে প্রিয়াঙ্কা দুই পা ভেঙে গিয়েছিল। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। এই ঘটনার পর পার্কের একাংশ পুরোপুরি বন্ধ রয়েছে।
