আজকাল ওয়েবডেস্ক: ছত্তিসগড়ের কোরিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে সম্প্রতি ঘটে গেল এক অদ্ভুত এবং কিছুটা চমকে দেওয়া ঘটনা। গ্রামের এক পরিবার ঘরে ঢুকে হঠাৎ চমকে ওঠেন—ঘরের এক কোণে আটকে রয়েছে একটি ইয়া বড়ো, ইয়া মোটা গোসাপ! আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন বাড়ির সদস্যরা।
জানা গেছে, গোসাপটি নাকি বাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি ছোট গর্ত দিয়ে ঢুকে পড়েছিল। কিন্তু ঢোকার মতো সরু গর্ত দিয়ে বের হতে গিয়ে একেবারে আটকে যায়। গ্রামের এক যুবক প্রথম গোসাপটির বেরোনোর চেষ্টার ভিডিও তুলে সমাজমাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, গোসাপটি মাথা গুঁজে ঢুকলেও বিশালাকৃতি শরীর নিয়ে ছোট গর্তে আটকে চিৎকার করছে।
বাড়ির লোকজন প্রথমে ভয়ে বাইরে ছুটে যান। পরে বন দফতরে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গোসাপটিকে গর্ত থেকে বের করেন। ঘটনাটি যেমন মজাদার, তেমনই এটি গ্রামবাসীর মধ্যে এক ধরনের বিভ্রান্তি ও কৌতূহলেরও জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—এই বড় মোটা গোসাপ এত ছোট গর্ত দিয়ে ঢুকল কী করে?
সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল।
