আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ৩৫ মিনিটের একটি ফোনালাপ হয়। এই আলাপে মোদি স্পষ্ট জানিয়ে দেন যে, অপারেশন সিঁদুরের সময় মার্কিন হস্তক্ষেপ বা কোনও রকম মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। তিনি ট্রাম্পকে বলেন, “ভারত কখনও কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।”

ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মে ৯ তারিখে মোদির একমাত্র আলোচনাই হয়েছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে। তখনও প্রধানমন্ত্রী জানিয়ে দেন, যদি পাকিস্তান বড় ধরনের হামলা চালায়, তবে তার চেয়েও কঠিন জবাব দেবে ভারত। মে ৯-১০-এর রাতে পাকিস্তানের হামলার কড়া জবাব দিয়েছে ভারত এবং পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে অকার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।

ফোনালাপে ট্রাম্প অনুরোধ করেন, কানাডা সফর শেষে মোদি যেন আমেরিকায় যাত্রাবিরতি করেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত ক্রোয়েশিয়া সফর বাতিল করেননি। এটাই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফরে গেলেন। পরে মোদি ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান, যা ট্রাম্প গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী জানান, ভারত সন্ত্রাসবাদকে এখন প্রক্সি যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ হিসেবে দেখে। অপারেশন সিঁদুর এখনো চলছে। ট্রাম্প ভারত সরকারের অবস্থান বুঝেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছেন।