আজকাল ওয়েবডেস্ক: মোদি সরকার শীঘ্রই ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে টিকাদান অভিযান শুরু করতে চাইলেও ভ্যাকসিনের অভাবে তা স্থগিত রয়েছে। ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বয়সের কিশোরীদের টিকা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তিনজন সিনিয়র কর্মকর্তার মতে, পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII)-র ভ্যাকসিন সরবরাহের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সরকার। দেশব্যাপী এই অভিযানের জন্য প্রায় ১০ কোটির বেশি ডোজ প্রয়োজন, যা আগামী ছয় বছরে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাকসিনের সরবরাহে সমস্যা থাকলেও সরকার অত্যন্ত আগ্রহী এই অভিযান শুরু করতে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে এই টিকাদান প্রচার শুরু করা যাবে।

ভারতে মহিলাদের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ক্যান্সার, এবং ১৫ থেকে ৪৪ বছর বয়সী মহিলাদের মধ্যে এটি অত্যন্ত সাধারণ।